সাদাত হোসাইন Books PDF Download (সকল বই)

ছদ্মবেশ pdf download (full) সাদাত হোসাইন | chodmobesh pdf sadat hossain

গোয়েন্দা উপন্যাস হিসেবে এটা অসাধারণ। ছদ্মবেশ book টা গতানুগতিক গোয়েন্দা উপন্যাসের মত না। অন্যান্য গোয়েন্দা উপন্যাসে প্রধান চরিত্র যেমন আইনের বাইরে থেকে কাজ করে, এখানে তেমন না। এই উপন্যাসের গোয়েন্দা চরিত্র রেজা প্রশাসনের লোক। আমাদের বাস্তব জীবনে আমারা পুলিশকে যেভাবে দেখি এখানে তাকে সেভাবে দেখানো হয়নি। এখানে পুলিশ অফিসার রেজাকে একজন সৎ ও বুদ্ধিমান হিসেবে দেখানো হয়েছে। এ উপন্যাসে কাহিনির ধারাবাহিকতা খুবই সুন্দর। কোনো অতিরিক্ত কাহিনি জোর করে টেনে আনা হয়নি। কিন্তু উপন্যাসের চরিত্র সংখ্যা আমার মতে একটু বেশি হয়েছে। এই উপন্যাসটিতে “” নিঃসঙ্গ নক্ষত্র “”” উপন্যাসের মত আকষ্মিক সমাপ্তি ঘটেনি যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে।
সব মিলিয়ে বইটা অসাধারণ। আমি মনে করি ফেলুদা কিংবা মিসির আলির মত বাংলা সাহিত্যে নতুন একটা বিখ্যাত চরিত্র সৃষ্টি হবে আর সেটা হল সাদাত হোসাইনের “” রেজা”””

Category: থ্রিলার

chodmobesh book info

  • বইয়ের নামঃ ছদ্মবেশ
  • লেখকঃ সাদাত হোসাইন
  • ক্যাটাগরিঃ উপন্যাস
  • প্রকাশনীঃ অন্যধারা প্রকাশনী
  • File format: Pdf

ছদ্মবেশ সাদাত হোসাইন বই রিভিউ

ইদানীং কালে এদেশী ভালো থৃলার/গোয়েন্দা গল্প/রহস্য গল্প লেখক সংখ্যায় কম ই আছেন। লেখার চেষ্টা করেন এমন লেখক যদিও কম নয়, তবে বেশিরভাগ গল্পই হয় অতিকল্পিত, গল্পের প্রধান চরিত্র আলৌকিক উপায়ে রহস্য সমাধান করেন এবং কোন যুক্তিতে কী মেলানো হল তাও থাকে অস্পষ্ট। নতুন লেখকের রহস্যোপন্যাস পড়ার আগে তাই ভাবতে হয় দশবার।

সাদাত হোসাইন সুপরিচিত একজন লেখক হলেও “ছদ্মবেশ” তার প্রথম রহস্যোপন্যাস। একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে বিস্তৃত হয়েছে উপন্যাসের কাহিনী। খুন করবার উদ্দেশ্য কী বা অপরাধী কে- বইয়ের শুরুতে সেটাকে বেশ obvious মনেও হতে পারে, কিন্তু একটি নিখুঁত রহস্য গল্পের মতই বইয়ের শেষ অংশ পর্যন্ত না পড়ে পাঠক রহস্য উদঘাটন করতে পারবেন না। যদিও, একটা অংশে গিয়ে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল, প্রধান চরিত্র একদম হুট করে অদ্ভুত উপায়ে সব সমাধান করে ফেললেন, কোন সূত্র ধরে কী খুঁজে পেলেন তা বোঝার উপায় নেই। কিন্তু কিছু পরেই আবার সেটার সন্তোষজনক ব্যাখ্যাও পাওয়া গেল।

সব মিলে বইটিকে দশ এ সাড়ে আট দেওয়া যেতে পারে। লেখক যদি রহস্য গল্প লেখা চালিয়ে যান আর সাব-ইন্সপেক্টর রেজা “ছদ্মবেশ” এর কেন্দ্রীয় চরিত্র থেকে যদি একটি রহস্য সিরিজের কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন, মন্দ হয়না।

ভূমিকা মানুষ রহস্যময়তা পছন্দ করে। কিন্তু বেশিরভাগ সময়ই সে সেটা বুঝতে পারে না। জীবনভর সে তার প্রিয়তম মানুষটিকেও পুরােপুরি বুঝে ফেলতে চায়, কিন্তু পুরােপুরি বােঝা হয়ে গেলে তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। সে আসলে অবচেতনে সবসময়ই অনুদঘাটিত কিছু রহস্য উদঘাটন করতে চায়। যতক্ষণ অবধি সেই রহস্য থাকে, ততক্ষণ অবধি একটা প্রবল আগ্রহ, আকর্ষণ কাজ করে । রহস্য শেষ হয়ে গেলে আকর্ষণ ফুরিয়ে যায়।

অথচ জীবনজুড়েই সে ভাবে, সে রহস্য পছন্দ করে না। মানুষের ভেতরে এই দ্বান্দ্বিক সত্ত্বাটা আছে। মানুষ ভাবে, সে ভয় পেতেও পছন্দ করে না, নৃশংসতা পছন্দ করে না। কথা সত্য না। সে অতি আগ্রহ নিয়ে গা হিম হয়ে আসা হরর সিনেমা দেখে, ভূতের বই পড়ে, সিরিয়াল কিলারের ভায়ােলেন্ট মুভি দেখে, সাহিত্য পড়ে।

এ কারণেই শিল্প-সাহিত্যে বৈচিত্র্যময় নানান ঘরানার সৃষ্টি হয়েছে। রহস্যোপন্যাস সাহিত্যের সেরকমই একটি সমৃদ্ধ শাখা। এই শাখাটির প্রতি আমার আগ্রহ একদম শৈশবেই। তবে তা শুধুই পড়ার জন্য, লেখার জন্য নয়। কারণ, এই ঘরানাটিকে আমার খুবই কঠিন এবং একই সাথে গাণিতিক ক্যালকুলেটিভ’ মনে হয়। ফলে এতােদিনে কখনােই রহস্যোপন্যাস লেখার কথা আমি ভাবিনি। তাহলে এই উপন্যাসটি কেন লিখেছি? এই উপন্যাস লেখার কারণটা মজার। বহুবছর আগে এক দৈনিক পত্রিকায় হঠাৎ করেই একটি খুনের ঘটনা পড়েছিলাম। ঘটনাটি খুবই সাধারণ। পুলিশ লাশসহ খুনিকে গ্রেপ্তারও করেছে। কিন্তু তারপরও একটা রহস্য রয়ে গেছে। সেই রহস্যের কোনাে কুল কিনারা করতে পারছে না পুলিশ। বিষয়টা আমার মাথায় গেঁথে গেলাে। কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছি না। অবচেতনেই ঘুরেফিরে বারবার মাথায় চলে আসতে লাগলাে সেই ঘটনা।

এই করতে করতেই আচমকা একদিন একটা গল্পও চলে এলাে মাথায়। সেই গল্প লিখেও ফেললাম। লিখতে গিয়ে হঠাৎই আবিষ্কার করলাম, গল্পের প্রধান চরিত্রটিকে আমি বিশেষ পছন্দ করে ফেলেছি। এই চরিত্রটি নিয়ে আমি ধারাবাহিকভাবে আরাে লিখতে চাই। প্রতিটি বইতে সে একেকটি রহস্যের সমাধান করবে। কিন্তু সমস্যা হচ্ছে, রহস্য গল্প লেখা কঠিন। এই কঠিন কাজটি আমি নিয়মিত করতে পারবাে কিনা, সেটি নিয়ে খানিক সংশয়ও আছে।

সেই সংশয় নিয়েই আমার প্রথম রহস্যোপন্যাস ছদ্মবেশ। ‘ছদ্মবেশ’ শেষ অবধি রহস্যোপন্যাস হয়ে উঠতে পেরেছে কিনা, সেই সিদ্ধান্ত পাঠকের।

chodmobesh pdf link

‘ছদ্মবেশ’ উপন্যাসে খুনখারাবি আছে, অপরাধী আছে, খুনিকে পাকড়ানো আছে; কিন্তু এই উপন্যাসটাকে ঠিক রহস্য উপন্যাস বলা যায় না, গোয়েন্দা গল্প তো নয়ই। বরং অপরাধবিষয়ক উপন্যাসই বলি।
লতিফ সাহেবের বাড়িতে লাশ পাওয়া যায়। সেই লাশের খুনিকে খুঁজে বের করা নিয়েই উপন্যাস। সাথে জড়িয়ে যায় গোলাম মাওলা আর চুন্নু মিয়া নামে স্থানীয় দুই রাজনীতিবিদ এবং তাদের স্বার্থ। আর খোঁজার দায়িত্বে আছেন সাব-ইনস্পেকটার রেজা।
সুন্দর উপন্যাস। এক বসায় পড়া যায়। এটা ‘নির্বাসন’ বা ‘মানব জীবন’ এর মতো বিশাল উপন্যাস নয় (যে কারণে আমি একটু কষ্ট পেয়েছি), এক বসায় পড়ে শেষ করার মতো একটা বই। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

ছদ্মবেশ pdf — download sadat hossen pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *