নির্বাসন PDf Download (link) সাদাত হোসাইন

পড়ে ফেললাম নির্বাসন সাদাত হোসাইন। জনপ্রিয় লেখকের বই নিয়ে কথা বলা মুশকিল। একটু পছন্দ অপছন্দের কথা বললে-মানুষ আমার আমাকেই দোষারোপ করে।তবে বলাই হলে আগের সবকিছুকে ছাড়িয়ে এবারে তিনি আরো পরিণত।আবেগের আতিশয্য কমে এসেছে। এত হয়তোবা তার নারী ভক্তরা রাগ করতে পারেন। তবে এবারে বৈচিত্র্য এসেছে। সব সময় কান্না কান্না ভাব যেটা আগের গুলোতে ছিল তা নেই।

nirbason sadat hossain Pdf book info:

বই : নির্বাসন
লেখক : সাদাত হোসাইন
প্রকাশনায় : অন্যধারা প্রকাশনী
প্রচ্ছদ : হৃদয় চৌধুরী
পৃষ্টা সংখ্যা : ৩৭৬
মুদ্রিত মূল্য : ৫৯০ টাকা

নির্বাসন বুক মিভিউ

কেউ কি স্বেচ্ছায় নির্বাসনে যেতে চান? যাওয়ার কথাও না। কেনইবা যাবেন? এতো সুখ, এতো প্রাপ্তি, এতো পিছু টান রেখে কেউ এ কাজ করে নাকি? এ শুধু কল্পকাহিনীতেই মানায়। যা ছোট বেলায় রূপ কথার গল্পে শুনতাম। শুনে আশ্চর্য হবেন না, আমি কিন্তু স্বেচ্ছায় নির্বাসনে গিয়েছিলাম। অবশ্য একা না। বলতে পারেন, গত তিনটা দিনই নির্বাসনে ছিলাম। আজই ফিরে আসলাম। জ্বি, ঠিকই শুনেছেন। সাদাত ভাইয়ের ‘নির্বাসন’ কে সঙ্গে নিয়েই নির্বাসনে ছিলাম। ফিরে এসে কিছুটা খারাপ লাগছে। মনে মনে ভাবছি, ভালোইতো ছিলাম গত তিনটা দিন।

যদিও বইটি এমনিতেই নাদুস নুদুস, তারপরও মনে হচ্ছে ওজনটা আরেকটু বেশি হলে মন্দ হতো না। অন্ততঃ আর ক’টা দিন থাকা যেতো। যাই হোক। চলুন এবার ঘুরে আসি আমার স্বেচ্ছায় যাওয়া নির্বাসনের মূল উপাখ্যান থেকে।

প্রেক্ষাপটটা ১৯৮৮ সালের। সারাদেশে রাজনৈতিক অস্থিরতা বেড়ে গেলে নবীগঞ্জের পাট ব্যবসায়ী আজহার খন্দকার মেডিকেলে পড়ুয়া তার প্রতিবাদী সন্তান মনসুরকে এক রকম জোর করেই ঢাকা থেকে বাড়ি নিয়ে আসেন। কালোলিপি সঙ্গে থাকলে মনসুর নিশ্চয়ই জানতে পারতো, এই বাড়ি ফেরার অন্তরালেই লুকিয়ে রয়েছে তার মেডিকেল ছাত্রত্ব জীবনের ইতি। সামনে তার জন্য অপেক্ষা করছে ভয়াবহ আর নির্মম ভবিষ্যত।

কালোলিপি সঙ্গে না থাকায় ভাগ্য লিপি মনসুরকে দাঁড় করিয়ে দেয় এক কঠিন বাস্তবতার মুখোমুখি। জীবন তার স্বাভাবিক গতিপথ হারিয়ে আচমকা ইউটার্ন নেয় কণাকে ভালোবেসে। নিয়তি যেন পারমাণবিক বোমার মতোই আঘাত হানে মনসুর-কণার বৃত্তাবলয়কে কেন্দ্র করে থাকা প্রিয় মানুষগুলোর উপর।

মনসুর-কণার মাঝখানে হঠাৎ করেই দেবীর মতো আবির্ভাব ঘটে ডাকাত সর্দারের একমাত্র নাতনি জোহরার। এ যেন আরেক নিয়তি। জোহরার বিচক্ষণতা, বুদ্ধিমত্তা আর সাহসিকতা লস্করচরের মানব হৃদয় কেড়ে নেয় মুহুর্তের মধ্যেই। মনের অজান্তেই জোহরা তার হৃদয় সঁপে দেয় মনসুরের হাতে। কণার ভালোবাসায় নেমে আসে দুর্যোগের চরম ঘনঘটা। কি করবে মনসুর এখন? কণাকে নিয়েই জীবনের রঙ তুলিতে স্বপ্ন আঁকবে? নাকি ডাকাত সর্দারের একমাত্র নাতনি জোহরাকে ভালোবেসে নির্বাসনে যাবে?

সত্যিই আমি অভিভূত হয়েছি সাদাত হোসাইনের গল্প বলার ঢং দেখে। বাংলার সাত্যিকাশে যে উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব ঘটেছে, তা সাদাত হোসাইনের নির্বাসনকে সঙ্গে নিয়ে স্বেচ্ছায় নির্বাসনে যাওয়ার মাধ্যমেই জানতে পারলাম।

একজন থ্রিলার প্রেমী হয়েও এই বইটি যে আমাকে নিজের ভেতর টেনে নিয়ে চুম্বকের বিপরীত মেরুর মত এতটা আকর্ষণ করবে, পড়ার পূর্ব মুহুর্তেও ভাবতে পারিনি। নির্বাসনের বিস্ময় জাগানো সাহিত্যরস আমাকে চরম আবেগে আপ্লুত করেছে, বুভুক্ষ আত্মার খোরাক জুগিয়েছে।

সাহিত্যের কালো বর্ণের প্রভাবে পাঠক হৃদয়কে আবেগের আরশে মাতিয়ে তোলার যে মুন্সিয়ানা লেখক দেখিয়েছেন, তা সত্যিই বিরল। বইটির প্রতিটি প্যারায় প্যারায় রয়েছে চিন্তার খোরাক, প্রতিটি পাতায় পাতায় রয়েছে বিচিত্র সব তথ্য আর অভিনব চমক। প্রেম, ভালোবাসা, রহস্য আর রোমাঞ্চের সমস্ত উপাদান লেখক তার হৃদয় উজাড় করে দিয়ে ব্যাখ্যা করার আপ্রাণ চেষ্টা করেছেন।

জীবনের প্রতিটি পরতে পরতে লুকিয়ে থাকা সম্পর্কের সমীকরণ, নিয়তির যাঁতাকলে পিষ্ট হবার নির্মম বাস্তবতা, হিংসা, বিদ্বেষ আর ভালোবাসার এক বাস্তব উপাখ্যান এই নির্বাসন।

তবে প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের লেখনীর ধাঁচ যদিও কিছুটা ফুটে উঠেছে, তবুও পড়তে যেয়ে তেমন খারাপ লাগেনি।

আমার কাছে মনে হয়েছে গল্পের প্রয়োজনেই গল্পের প্লট বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে রহস্যময়ী নারী জোহরাকে। সবশেষে কিছু রহস্যজনক প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্বটা পাঠকের উপরই ছেড়ে দেওয়া হয়েছে।

নির্বাসন book by সাদাত হোসাইন Pdf ডাউনলোড

শুভ কামনা প্রিয় লেখক সাদাত হোসাইন। যদি কারো স্বেচ্ছায় নির্বাসনে যেতে মন চায়, তবে ঘুরে আসতে পারেন সাদাত হোসাইনের এই নির্বাসন রাজ্যে। শুভ হউক নির্বাসন। হ্যাপি রিডিং।

বন্ধুমহলে তার লেখার বেশ সুনাম শুনেছিলাম তবু দ্বিধা কাজ করতোই যে, হয়তো আমার উনার লিখা পড়ে ভালো লাগবে না। তবে তা হয়নি, উপন্যাসটি সবমিলিয়ে বেশ ভালোই।
দামটা যদিও একটু বেশি, কিন্তু বইটা পড়লে বুঝতে পারবেন যে এর যোগ্য মূল্যই চাওয়া হয়েছে।
রকমারি থেকে নেয়া এই উপন্যাসের প্রিন্টটিও যথেষ্ট ভালো।

নির্বাসন সাদাত হোসাইন pdf link:-nirbason-sadat hossen .pdf – Download (PDF) – Read Online

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *