নিঃসঙ্গ নক্ষত্র PDF (Download full) সাদাত হোসাইন | Nihsongo Nokkhotro pdf
নিঃসঙ্গ নক্ষত্র প্রথম প্রকাশ হয় ২০১৮ তে আমি পড়েছি ২০২০এ আগের প্রচ্ছদ টাই বেশি সুন্দর ছিল। আমার কাছে মনে হয়েছিলো এর চেয়ে অসাধারন বই হয় না। বাস্তবধর্মী একটা উপন্যাস। অনুর জন্য খুব খারাপ লেগেছে। পরিবার, সমাজ সব এতো স্বার্থপর নিজের বোন পর্যন্ত… আমার একটা ছোট ভাই আছে অয়নের অংশ টা পড়ে কান্না আটকাতে পারিনি। লেখক বাস্তব একটা চিত্র বইয়ে রূপ দিয়েছেন।
স্যাড এন্ডিং এর গল্পও যে এতো অসম্ভব ভালো লাগতে পারে এ বইটা পড়ার আগে জানা ছিল না.
Nihsongo Nokkhotro book info
book | নিঃসঙ্গ নক্ষত্র |
Author | সাদাত হোসাইন |
Publisher | অন্যপ্রকাশ |
ISBN | |
Edition | 1st Published, 2022 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
নিঃসঙ্গ নক্ষত্র সাদাত হোসাইন বই রিভিউ
প্লট:
যেহেতু সামাজিক উপন্যাস, তাই অবশ্যই আমাদের অতি পরিচিত কিছু সামাজিক এবং রাজনৈতিক ইস্যু প্লটে স্থান পেয়েছে। যেমন: অবিবাহিত, একা একটি মেয়ের বাসা ভাড়া না পাওয়া; বিয়ে জিনিসটিকে অতিরঞ্জিত করা; প্রগতিশীল, আধুনিক মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা প্রাচীনপন্থী ব্যাক্তিরা; দিনের আলোয় বইয়ের দোকানের আড়ালে মাদকব্যবসা; আইন প্রয়োগকারীদের ঘুষগ্রহণ, প্রভৃতি।
তবে একই জিনিস একই কায়দায় ইতিপূর্বে অসংখ্য বই, চলচ্চিত্র, ইত্যাদিতে আমরা দেখে এসেছি, এখানে নতুন কিছু যোগ করা হয়নি। অতএব কারো কারো কাছে স্বাভাবিকভাবেই এসব খানিকটা একঘেয়ে লাগাতে পারে।
উপন্যাসের বিভিন্ন স্থানে নাসারন্ধ্র বিকম্পিত করে (প্রায়) কান্না পেয়েছে। সমাপ্তি দেখে মর্মাহত হয়েছি, যদিও আগে থেকেই ওরকম কিছু একটা আঁচ করেছিলাম। সব কিছু ছাপিয়ে লেখক যে গল্পটি বলতে চেয়েছেন তা সত্যিই কোনো বানোয়াট গল্প নয়, এক নির্মম বাস্তবতা।
চরিত্র:
অনুর চরিত্রাঙ্কনে কিছু inconsistency বা অসামঞ্জস্য দেখা যায়। মেয়েটির বুদ্ধির নমুনা রয়েছে, তবুও কোনো এক বিচিত্র কারণে কখনো সে একেবারে অবুঝ বালিকাদের পর্যায়ে পৌঁছে যায়, আবার কখনো ভারী ভারী কথা বলতে আরম্ভ করে জগাখিচুড়ি পাকিয়ে ফেলে। এছাড়া, ট্রিগার করার মতো রসদ অবশ্যই ছিল বইটিতে কিন্তু তার সদ্ব্যবহার হয়নি। ফলে, যতটা আশা করেছিলাম ততটা সহানুভূতি অনুভব করিনি অনুর প্রতি। চরিত্রটির কি পরিমাণ পটেনশিয়াল যে ছিল তা ভেবে প্রচন্ড হতাশ হচ্ছি! অন্যান্য চরিত্রগুলোর কথা আর নাই বা বললাম, তবে অনুর মা সাল্মা বেগমের জন্য একটু মায়া লেগেছে।
Nisongo Nakkhotro pdf View or Read This Full Book, Link 2