Humayun Ahmed All books Pdf Download (275+)সাদাত হোসাইন Books PDF Download (সকল বই)

বিভা ও বিভ্রম সাদাত হোসাইন Pdf (Download full)

প্রথম আলোর ইদসংখ্যায় প্রকাশিত হয় সাদাত হোসাইনের উপন্যাসটি। এবারের বইমেলায় প্রথমা প্রকাশন থেকে তাই বের হয় বিভা ও বিভ্রম বইটি। বইটির সম্পূর্ণ কাহিনী রচিত হয়েছে আলতামাশের বিভা ও বিভ্রম নিয়ে। তুর্কি শব্দ আলতামাশের অর্থ সেনাপতি। কিন্তু আলতামাশ সেনাপতি নয়, সে হচ্ছে কেনা পতি। কেনা পতি মানে হলো যে পতিকে তার স্ত্রী টাকা পয়সা দিয়ে কিনে ফেলেছে। ছোটবেলা হতে নানা অত্যাচার ও নির্যাতনের মধ্য দিয়ে বড় হয়। তাকে অন্ধকার ঘরে দেয়া হতো উচ্ছিষ্ট খাবার। অন্ধকার ঘরে তেলাপোকা কিলবিল করতো। কিন্তু তার যে তেলাপোকার খুব ভয়। এভাবেই কেটে যাচ্ছিল আলতামাশের জীবণ। একদিন সেও বিয়ে করে। তাও আবার পালিয়ে।

কিন্তু ছোটবেলার সেই আচরণের জন্য সে ছিল সন্দেহপ্রবণ , কৃপণ , একা। সবার খাওয়া শেষ হলে সে অফিসে একা একা খেত। অফিসের কলিগের অসুস্থতার জন্য সে টাকা দিতে চায়নি। এসব কারণে অফিসের কোনো প্রোগ্রামে তাকে কেউ ডাকত না। শুধু তাই নয় , তার বউকে নিয়েও মাঝে মাঝে সন্দেহ করত। তার বাচ্চাকে সাইকেল কিনে দেয়নি কারন টাকা খরচ হয়ে যাবে। তাই তাকে কেউ পছন্দ করত না । তার ছেলেও না। একদিন আলতামাশ সিদ্ধান্ত নিল তার সকল বিভা ও বিভ্রম দূর করে দিবে জীবণ থেকে। কিন্তু কিভাবে?

Biva o Bivrom book info

Book বিভা ও বিভ্রম
Author
Publisher
Edition 1st Published, 2021
Number of Pages 96
format pdf
Language বাংলা

বিভা ও বিভ্রম বই রিভিউ

গল্পের মূল চরিত্রটির নাম আলতামাশ। ছোটবেলায় বাবা ও মায়ের ছাড়াছাড়ি হয়ে যাবার পর আলতামাশের স্থান হয় তার সৎ মামার সাথে। সকলের অবহেলা, কটু কথা ও নিষ্ঠুরতা হয়ে ওঠে আলতামাশের নিত্য সঙ্গী। এটিই আলতামাশকে করে তোলে স্বার্থপর, সন্দেহপ্রবন এবং একটি অকিঞ্চিৎকর ব্যাক্তি।
সাদাত হোসেন যেই মেসেজটি দিতে চেয়েছেন তা অবশ্য চমৎকার। কিন্তু বইটা বেশ খানিকটা বোরিং।
মূল কাহিনীর চেয়ে বর্ণনার কচকচানি বেশী। এন্ডিং টা ফাউল।

পাঠ প্রতিক্রিয়া:

সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ উপহার আমাদের এই জীবন।আর জীবনের পর যদি শ্রেষ্ঠ কোন উপহার থেকে থাকে তা হলো ভালবাসা।শুধুমাত্র নিজেকে ভালোবেসে এই পৃথিবীতে কেউ ভালো থাকতে পারে না। অন্যদের ভালোবেসে, আগলে রাখতে পারলে জীবন সুন্দর হয়।সাদাত হোসাইন এর এই উপন্যাসটি পড়ে আমরা বুঝতে পারবো কিভাবে সম্পর্কগুলি ভালোবেসে টিকিয়ে রাখা যায়, নিজে ভালো থেকে অন্যদের ভালোবেসে রাখা যায়।

লেখক পরিচিতি ও কর্মযজ্ঞ:

মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া গ্রামে, ১৯৮৪ সালের ২১ মে সাদাত হোসাইনের জন্ম।তাঁর কাছে চারপাশের জীবন ও জগৎ, মন ও মানুষ-সবই গল্প।তাইতো নিজেকে বলেন গল্পের মানুষ।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। নির্মাণ করেছেন স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র,তথ্যচিত্র,টিভি ফিকশন।তাঁর অন্দরমহল,আরশিনগর ইত্যাদি সৃষ্টি পাঠকমহলে বেশ প্রশংসিত।কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড,বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকার পুরস্কার,ভারতের চোখ সাহিত্য পুরস্কার,এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার(২০১৯),অন্যদিন সম্ভাবনার বাংলাদেশ (কথাসাহিত্য) ইত্যাদি।বর্তমান প্রজন্মের লেখকদের মধ্যে সাদাত হোসাইন খুবই মেধাবী এবং পরিচিত একজন নাম এবং ভবিষ্যৎ এর উত্তরাধিকারও বটে।

পিডিএফ ডাউনলোডিং

Biva o Bivrom pdf Sadat Hossain link:  download sadat hossen pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *