dorjar opashe pdf (Direct link) by Humayun Ahmed

দরজার ওপাশে উপন্যাস এর চরিত্রসমূহ

  • হিমু
  • মোবারক হোসেন – বাংলাদেশ সরকারের মন্ত্রী
  • রফিক – হিমুর বন্ধু
  • মোহাম্মদ সিরাজুল করিম – পুলিশের ওসি পদে কর্মরত
  • যূথী – রফিকের স্ত্রী।
  • জহির – মোবারক হোসেনের পুত্র
  • ছোট মামা (হিমুর)।
  • তাছাড়া হিমু ধারাবাহিকের নিয়মিত চরিত্র , বড় ফুপা , বড় ফুপু এবং বাদল এই উপন্যাসে উপস্থিত ছিলেন।

Download Pdf

Name: Dorjar Opashe by Humayun Ahmed (1992)
File size: 1.5 mb
Total Page: 131

(অনলাইনে পড়ুন)
তার ডাক নাম হিমু। ভালো নাম হিমালয়। বাবা আগ্রহ করে হিলাময় নাম রেখেছিলেন যেন বড় হয়ে সে হিমালয়ের মতো হয়- বিশাল ও বিস্তৃত, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে নয়। হাত দিয়ে স্পর্শ করা যায়। ইচ্ছে করলে তিনি ছেলের নাম সমুদ্র রাখতে পারতেন। সমুদ্র বিশাল এবং বিস্তৃত। সমুদ্রকে হাত দিয় স্পর্শ করা যায়। তার চেয়েও বড় কথা, সমুদ্র আকাশের ছায়া পড়ে। কিন্তু তিনি সমুদ্র নাম না রেখে রাখলেন হিমালয়। কঠিন মৌ পবর্তমালা, যার গায়ে আকাশের ছায়া পড়ে না ঠিকই কিন্তু সে নিজেই আকাশ স্পর্শ করতে চায়।
হিমুর বাবার চেয়েছিলেন হিমু একজন মহাপুরুষ হবে, যে মহাপুরুষ পরম সত্য জানেন। কিন্তু হিমু কি চেয়েছিল? আমরা তার বাবার আকাঙ্ক্ষার কথা জানি, হিমুর আকাঙ্ক্ষা জানি না। সে কিসের সন্ধান করে বা আসলেই সে কোন কিছুর সন্ধান করে কি-না তা নিয়েই লেখা ‘দরজার ওপাশে’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *