ট্রাফিক আইন জরিমানা মোটরসাইকেল ২০২২-২৩ pdf (নতুন নিয়ম)
বাংলাদেশের ট্রাফিক আইন ও জরিমানা তালিকা ২০২৩ – New Traffic Rules 2023 in Bangladesh – BRTA Traffic Law 2023
নতুন আইন | বিদ্যমান আইন | পূর্বের আইন |
---|---|---|
অপরাধ | শাস্তি | শাস্তি |
লাইসেন্স ছাড়া ড্রাইভিং করা | ছয় মাসের জেল অথবা ২৫ হাজার টাকা জরিমানা | ৪০০ টাকা জরিমানাসহ ৪ মাসের জেল |
রেজিস্ট্রেশন ছাড়া যানবাহন চালানো | ছয় মাসের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় | ৩ মাসের জেল অথবা ২ হাজার টাকা জরিমানা বা উভয় ৯ (প্রথমবার)/ ৬ মাসের জেল বা টাকা। ৫,০০০ জরিমানা বা উভয় (দ্বিতীয় বার) |
অযোগ্য যানবাহন চালানো | ছয় মাসের জেল অথবা ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় | ৩ মাসের জেল বা অথবা ২ হাজার টাকা জরিমানা বা উভয় ৯ (প্রথমবার)/ ৬ মাসের জেল বা টাকা। ৫,০০০ জরিমানা বা উভয় (দ্বিতীয় বার) |
রুট পারমিট ছাড়া যানবাহন | ছয় মাসের জেল অথবা ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় | ৩ মাসের জেল অথবা ১০,০০০ হাজার টাকা জরিমানা বা উভয় কোনোটিই নয় |
মিটার টেম্পারিং | ছয় মাসের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় | ২ বছরের জেল অথবা ৫,০০০ হাজার টাকা জরিমানা বা উভয় |
শরীর পরিমার্জন | ৩ বছরের জেল বা অথবা ৩ লাক টাকা জরিমানা অথবা উভয় | ৩ মাসের জেল বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড |
ওভার স্পিডিং | ৩ মাসের জেল অথবা ১০,০০০ হাজার টাকা জরিমানা অথবা উভয় | ২০০ টাকা জরিমানা |
নিষিদ্ধ স্থানে হর্ন বাজানো | ৩ মাসের জেল অথবা ১৫,০০০ হাজার টাকা জরিমানা অথবা উভয় | ২০০ টাকা জরিমানা |
উল্টা পথে গাড়ি চালানো | ৩ মাসের জেল অথবা ১০,০০০ হাজার টাকা জরিমানা অথবা উভয় | ২০০ টাকা জরিমানা |
ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন | ৩ মাসের জেল অথবা ১০,০০০ হাজার টাকা জরিমানা অথবা উভয় | ১ মাসের জেল অথবা ৫,০০০ হাজার টাকা জরিমানা বা উভয় |
এর আগে বাংলাদেশ ট্রাফিক আইন পরিবর্তন করা হয়েছিল ২০১৮ সালে। কিন্তু ২০২৩ সালে তা আবারও পরিবর্তন করা হয়েছে . ড্রাইভ করার জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স এর প্রয়োজনীয়তা রয়েছে , দেশে বিদেশে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় মটর গাড়ি চালানো এবং মটর গাড়ি রক্ষণাবেক্ষণ এর উপর বিশেষ ট্রেনিং প্রাপ্তির আলোকে আমার ৩৫ বৎসরের বাস্তব অভিজ্ঞতা ও গবেষণা থেকে এই বইটি লিখেছি।
এই বইটি পাঠ করলে সড়ক দুর্ঘটনা থেকে নিজে রক্ষা পাবেন, অপরকেও রক্ষা করতে পারবেন। এবং কারো সাহায্য ছাড়াই একা একা মটর গাঁড়ি চালানো শিক্ষা সম্ভব হবে বলে আমি মনে করি, তবে চর্চা অবশ্যই করতে হবে । মটর গাড়ি রক্ষণাবেক্ষণ কাজে বইটি বিশেষ ভূমিকা রাখবে । পেশাদার চালকদের দক্ষতা বৃদ্ধি পাবে। নতুন পেশাদার চালকদের মটর ড্রাইভিং লাইসেন্স পেতে এবং চাকুরির ইন্টারভিউ দিতে সহজ হবে। মটর গাড়ির মালিকগণের একজন দক্ষ মটর গাড়ি চালক নিয়োগ করতে সহজ হবে।
২০১১ সালের নিরাপদ সড়ক চাই (নিসচা) সংস্থার হিসাব অনুযারী বাংলাদেশে সড়ক দুর্ঘটনাজনিত কারণে প্রতি বসর ১৮ হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। ২৫ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে। দুর্ঘটনাজনিত কারণে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রতি বংসর এক লক্ষের উপরে যাহারা নতুন করে দারিদ্রসীমার নিচে নেমে যাচ্ছে।
শুধু মাত্র সড়ক দুর্ঘটনায় দেশের আর্থিক ক্ষতির পরিমাণ প্রতি বৎসর জিডিপির ২.৫% এর প্রধান কারণগুলো হলো
- (১) গাড়ি চালকদের অজ্ঞতা
- (২) জনসাধারণের অসচেতনতা
- (৩) গাড়ির মালিকদের অজ্ঞতা ।
এই বিশাল ক্ষতির হাত থেকে দেশটাকে স্থায়ী ভাবে রক্ষা করার জন্য আমার এই সামান্য চেষ্টা।

ট্রাফিক আইন জরিমানা মোটরসাইকেল ২০২২ pdf
বাংলাদেশে আমিই সর্বপ্রথম একজন পেশাদার মটর গাড়ি চালক হিসাবে নিজের অভিজ্ঞতা ও গবেষণা থেকে এই বইটি লিখেছি যেখানে রয়েছে ট্রাফিক আইন জরিমানা মোটরসাইকেল pdf । তাই দেশের সকল পেশাদার মটর গাড়ি চালক এবং মালিক ও যুবক ভাই ও বোনদের বইটি পাঠ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
- দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ বাড়িয়ে করা হয়েছে ৫ লক্ষ টাকা.
- ধারা-১৩৭: মোতাবেক যদি কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, গাড়িতে মেটালিক নাম্বার প্লেট ব্যবহার করে, ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ হয়, নাম্বার প্লেট অস্পষ্ট, বাম্পার দ্বারা নাম্বার প্লেট আবৃত থাকে এবং রং পার্কিং করে; তাহলে উক্ত দ্বারা মোতাবেক ড্রাইভার বা মালিকের ২০০/-টাকা জরিমানা হবে।
- ধারা-১৩৯: এ ধারায় বলা হয়েছে যে, কোন গাড়িতে হাইড্রোলিক হর্ণ সংযোজিত পাওয়া গেল-উক্ত দ্বারা মোতাবেক ১০০/-টাকা জরিমানা করা হবে।
- ধারা-১৪০: এ ধারায় বলা হয়েছে যে, নিষিদ্ধ স্থানে হর্ণ বাজাইলে, ট্রাফিক নির্দেশাবলী অমান্য করিলে, বাঁধা সৃষ্টি ও তথ্য প্রদানে অস্বীকৃতি জানাইলে, ট্রাফিক সংকেত অমান্য করিলে, ওয়ান-ওয়ে অমান্য করিলে, নিষিদ্ধ ইউটার্ণ করিলে, নিষিদ্ধ সময়ে যানবাহন চলাচল করিলে-উক্ত দ্বারা মোতাবেক ২৫০/-টাকা জরিমানা করা হবে। সড়ক পরিবহণ আইন, ২০১৮
- ধারা-১৪২: এ ধারায় বলা হয়েছে আইনানুগ সর্ব্বোচ্চ গতিসীমা লংগন করিলে-জরিমানা হবে ৩০০/-টাকা মাত্র।
- ধারা-১৪৬: এ ধারায় বলা হয়েছে যে, দূর্ঘটনা সংক্রান্ত অপরাধ করিলে-জরিমানা হবে ৫০০/-টাকা মাত্র।
- ধারা-১৪৯: এ ধারায় বলা হয়েছে যে, যানবাহনের হেড লাইট, ব্যাক লাইট, ইন্ডিকেটর, ব্রেক লাইট, লুকিং গ্লাস, রিয়ার মিরর (পেছনে দেখার আয়না), ওয়াইপার না থাকিলে বা ক্রটিযুক্ত থাকিলে, যানবাহলে আনসেইফ লোডিং থাকিলে, মটর সাইকেলে ২ জনের অধিক আরহন করিলে, চালকের পাশে বা ছাদে অতিরিক্ত যাত্রী বহন করিলে, হেলমেট ব্যবহার না করিলে-জরিমানা হবে ৩০০/-টাকা মাত্র।

ক্রমিক | শিরোনাম | প্রকাশের তারিখ | ডাউনলোড |
---|---|---|---|
১ | The Bengal Motor Vehicles Tax Act, 1932 | ১৯৩২-০৩-২৪ | |
২ | দ্যা বেঙ্গল মোটর ভেহিক্যাল রুলস্-১৯৪০ | ১৯৪০-০৯-২১ | |
৩ | The Motor Vehicle Tax Rules, 1966 | ১৯৬৬-১১-২৪ | |
৪ | Motor Vehicle Rules, 1984 [Amendment of Motor Vehicle Rules, 1940] | ১৯৮৪-০৭-০৭ | |
৫ | বিআরটিএ প্রতিষ্ঠা সংক্রান্ত প্রজ্ঞাপন | ১৯৮৭-১২-২০ | |
৬ | Motor Vehicle Ordinance, 1983 [Modified upto 29th November 1990] (Ordinance No. LV of 1983) | ১৯৯০-১১-২৯ | |
৭ | জাতীয় স্থল পরিবহন নীতিমালা, ২০০৪ | ২০০৪-০৪-৩০ | |
৮ | সিএনজি/পেট্রোলচালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার সার্ভিস নীতিমালা, ২০০৭ | ২০০৭-০৫-২২ | |
৯ | টেক্সিক্যাব গাইডলাইন ২০১০ | ২০১০-১১-১৫ | |
১০ | Gazette: Registration of Motor Vehicles Repairing Workshop | ২০১১-০৩-০৬ | |
১১ | Motor Vehicles Regulations, 1984 – এর সংশোধনী (নিবন্ধন ফি সংক্রান্ত) | ২০১৩-১২-১২ | |
১২ | মোটরসাইকেল রেজিস্ট্রেশনে বিদ্যমান কর ও ফি’সমূহের পুনঃনির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন | ২০১৬-০৩-২৮ | |
১৩ | বাংলাদেশ রোড ট্রান্স পোর্ট অথরিটি (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ১৯৯২ (সংশোধিত ২০১৬) | ২০১৬-০৫-০৪ | |
১৪ | ঢাকা মেট্রো সার্কেল বিভাজন | ২০১৬-১২-২৬ | |
১৫ | মুক্তিযোদ্ধাদের জন্য নিবন্ধন ফি মওকুফ সংক্রান্ত প্রজ্ঞাপন। | ২০১৭-০৬-০৫ | |
১৬ | বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ আইন, ২০১৭ | ২০১৭-০৭-১৯ | |
১৭ | রাইড শেয়ারিং গাইডলাইন ২০১৭ | ২০১৮-০২-২২ | |
১৮ | মহান স্বধীনতা যুদ্ধে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শীহদ পরিবারের সদস্যদের গাড়ির রোড ট্যাক্স ও ফিটনেস ফি মওকুফ প্রসংগে। | ২০১৮-০৯-০৪ | |
১৯ | সড়ক পরিবহন আইন, ২০১৮ | ২০১৮-১০-০৮ | |
২০ | “ সড়ক পরিবহন আইন, ২০১৮” ১ নভেম্বর, ২০১৯ তারিখ থেকে কার্যকরের প্রজ্ঞাপন । | ২০১৯-১০-২২ | |
২১ | বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ আইন, ২০১৭ কার্যকর সংক্রান্ত গেজেট | ২০১৯-১০-২৯ |