Travelling - ট্রাভেল গাইডOthers

ট্রাভেল গাইড:কক্সবাজারের খরচ সমূহ

কক্সবাজার ভ্রমণ

pic কক্সবাজার সমুদ্র সৈকতে খরচ সমূহ
pic কক্সবাজার সমুদ্র সৈকতে খরচ সমূহ

কক্সবাজার সমুদ্র সৈকতে কোন জিনিসের খরচ কেমন তা নিয়ে আমরা অনেক সময় চিন্তিত হয়ে পড়ি।এই সকল খরচ নিয়ে সাধারণত যেসব প্রশ্ন আমাদের মনে জাগে সেগুলো হলো:

  • কক্সবাজারে জেটস্কিতে চড়তে কত লাগে বা কক্সবাজারে ওয়াটার বাইকে চড়তে জনপ্রতি খরচ কত?

  • কক্সবাজারে বিচবাগিতে চড়তে কত লাগে বা কক্সবাজারে বিচ বাইকে চড়তে জনপ্রতি কত খরচ হয়?

  • কক্সবাজারে ক্যামেরা দিয়ে ছবি তুলতে কত টাকা লাগে বা কক্সবাজারে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে কত টাকা লাগে?

  • কক্সবাজারে ছাতাওয়ালা চেয়ারগুলোতে বসতে কত টাকা লাগে বা কিট কট গুলোর ঘন্টা প্রতি ভাড়া কত?

  • কক্সবাজারে প্যারাসুট দিয়ে উড়তে কত টাকা লাগে বা কক্সবাজারে প্যারাসেইলিং করার খরচ কেমন? 

  • কক্সবাজারে পানিতে ভেসে থাকার চাকা গুলোর ঘন্টা প্রতি ভাড়া কত? 

আমাদের আজকের আলোচনা এই সকল প্রশ্নের উত্তর নিয়েই।এই আর্টিকেলে আমরা যাতায়াত খরচ এবং হোটেল ভাড়া নিয়ে আলোচনা করবো না।কারণ যাতায়াত খরচ এবং হোটেল ভাড়া নির্ভর করে ব্যক্তির রুচি,অবস্থান এবং বাজেটের উপর যা ব্যক্তি এবং ক্ষেত্রবিশেষে ভিন্ন হবে।চলুন লেখা না বাড়িয়ে সরাসরি প্রশ্নগুলোর উত্তর এ চলে যাই।

১)কক্সবাজারে জেটস্কিতে চড়তে কত টাকা লাগে বা কক্সবাজারে ওয়াটার বাইকে চড়তে জনপ্রতি খরচ কত:

pic কক্সবাজারে জেটস্কি ভাড়া কত
pic কক্সবাজারে জেটস্কি ভাড়া কত

কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে আমরা কিছু ওয়াটার বাইক দেখতে পাই যেগুলো সাগরের বুক চিরে পিছনে পানি উড়িয়ে খুবই দ্রুত গতিতে সাগর দাপিয়ে বেড়ায়।এগুলোকে জেটস্কি ও বলা হয়ে থাকে।কক্সবাজারে জেটস্কিতে চড়ে বা ওয়াটার বাইকে চড়ে সুগন্ধা পয়েন্ট হতে কলাতলী সাইমন হোটেল পর্যন্ত জনপ্রতি যাওয়া-আসা মিলিয়ে খরচ হবে ২০০ টাকা।দুইজনের জন্য খরচ হবে ৪০০ টাকা।জেটস্কি গুলো বা ওয়াটার বাইক গুলো ঘণ্টাপ্রতিও ভাড়া নেওয়া যায়।এক্ষেত্রে ঘণ্টাপ্রতি গুনতে হবে ৮০০০ টাকা।

২)কক্সবাজারে বিচবাগিতে চড়তে কত টাকা লাগে বা কক্সবাজারে বিচ বাইকে চড়তে জনপ্রতি কত খরচ হয়:

pic কক্সবাজারে বিচ বাইক ভাড়া কত
pic কক্সবাজারে বিচ বাইক ভাড়া কত

কক্সবাজার সমুদ্র সৈকতে কতগুলো চার চাকার মোটর বাইকের মত গাড়ি দেখা যায়।এগুলোকে সাধারণত বিচ বাইক বলা হয়ে থাকে।চার চাকার এই গাড়িগুলো বিচ বাগি নামেও পরিচিত।কক্সবাজারে বিচ বাইকে করে সুগন্ধা পয়েন্ট হতে ডিভাইন হোটেল পর্যন্ত যাওয়া-আসা মিলিয়ে একজন বা দুইজনের জন্য খরচ হবে ১০০ টাকা।আবার সুগন্ধা পয়েন্ট হতে কলাতলী সাইমন হোটেল পর্যন্ত যাওয়া-আসা মিলিয়ে খরচ পড়বে ২০০ টাকা।আর যদি আপনি ভাড়া নিতে চান তবে খরচ পড়বে ঘণ্টাপ্রতি ১৫০০ টাকা।

৩)কক্সবাজারে ক্যামেরা দিয়ে ছবি তুলতে কত টাকা লাগে বা কক্সবাজারে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে কত টাকা লাগে:

কক্সবাজার ভ্রমনের স্মৃতিগুলো ধরে রাখতে চাইলে মুহূর্ত গুলোর ছবি তুলে রাখার কোনো বিকল্প নেই।কিন্তু সমুদ্র সৈকতে ক্যামেরা বহন করাও একটা ঝামেলার ব্যাপার।কিন্তু চিন্তার কোন কারণ নেই,সৈকতে গেলেই দেখতে পাবেন অনেক ভ্রাম্যমাণ ফটোগ্রাফার ক্যামেরা নিয়ে ঘুরাঘুরি করছে।তাদের মাধ্যমে আপনি আপনার মুহূর্ত গুলোর ছবি তুলে পরে অথবা সাথে সাথে হার্ডকপি,পেন্ড্রাইভ বা মেমোরি কার্ডে সংগ্রহ করে নিতে পারেন।তাদের মাধ্যমে ছবি তুললে আপনার খরচ পড়বে ছবি প্রতি:-

  • 3R ছবি – ১২ টাকা
  • 4R ছবি – ১৫ টাকা
  • মেমোরি কার্ডে বা পেনড্রাইভ এ নিলে – ৫ টাকা

৪)কক্সবাজারে ছাতাওয়ালা চেয়ারগুলোতে বসতে কত টাকা লাগে বা কিট কট গুলোর ঘন্টা প্রতি ভাড়া কত:

কক্সবাজার সমুদ্র সৈকত নামটা শোনা মাত্রই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অনেক গুলো সারিবদ্ধ ছাচাওয়ালা চেয়ার আর সুবিশাল সমুদ্র এবং তার বালুময় সৈকত।কক্সবাজার সমুদ্র সৈকতে ছাতাওয়ালা এই চেয়ারগুলো কিটকট নামে পরিচিত।চেয়ারগুলো ঘণ্টাপ্রতি ৩০ টাকায় ভাড়া দেওয়া হয়। 

৫)কক্সবাজারে প্যারাসুট দিয়ে উড়তে কত টাকা লাগে বা কক্সবাজারে প্যারাসেইলিং করার খরচ কেমন:

স্পিড বোর্ড এর পিছনের দড়ি লাগিয়ে তার মাথায় প্যারাসুট লাগিয়ে ঘুড়ির মতো উড়ার নামই প্যারাসেলিং।প্যারাসেলিং খুবই রোমাঞ্চকর একটি রাইড।কক্সবাজার মূল শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে হিমছড়ির দরিয়ানগর সৈকত পয়েন্টে মেরিন ড্রাইভ সড়কের দক্ষিণ পাশের সৈকতেই মুলত প্যারাসেইলিং করা হয়।সাধারণত প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সৈকতে বেড়াতে দিন করা যায়।প্যারাসেইলিং এর ক্ষেত্রে তাদের অনেকগুলো প্যাকেজ ভাগ করা রয়েছে।কক্সবাজারে আপনি ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যেই প্যারাসেলিং এর স্বাদ উপভোগ করতে পারবেন।

৬)কক্সবাজারে পানিতে ভেসে থাকার চাকা গুলোর ঘন্টা প্রতি ভাড়া কত:

কক্সবাজার সমুদ্রসৈকতে পানিতে ভেসে থাকার জন্য কতগুলো বড় চাকার টিউব পাওয়া যায়।এগুলো সাধারণত ঘন্টাপ্রতি ৫০ টাকায় ভাড়া দেওয়া হয়।

আশা করি এই আর্টিকেল থেকে আপনি আপনার প্রয়োজনীয় প্রশ্ন সমূহের উত্তর পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *