মেঘেদের দিন pdf Download [Direct link] ( সাদাত হোসেন)

জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের মেঘেদের দিন বইটি গ্রামগঞ্জে ঘটে যাওয়া এক ভয়াল বাস্তবিক গল্প। যা আমাদের আশেপাশে হরহামেশাই ঘটে যাচ্ছে।
কোনো এক বর্ষাকালে এক নবদম্পতি শহর থেকে গ্রামে বেড়াতে গিয়ে সম্মুখীন হোন এসব গল্পের। লেখক এ নবদম্পতির গ্রামে বেড়াতে যাওয়ার দ্বারা কিছু কিছু গ্রামের অবস্থার চিত্রটি তুলে ধরেছেন। যেখানে মারুফ এবং তানিয়া ( এক নবদম্পতি) গ্রাম বেড়াতে গিয়ে সম্মুখীন হন হানিফের পরিবার ও হারু ব্যাপারী এবং বুড়ির ঘটনার মধ্যে। তাছাড়া মারুফদের মামা আলাল – দুলালদের অবস্থার মধ্যে। যা বর্তমানেও কিছু গ্রামগঞ্জে ঘটে যাচ্ছে। লেখক এই গল্পে তা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।

Megheder Din pdf Sadat Hossain book info

book মেঘেদের দিন
Author
Publisher
format pdf
Edition 1st Published, 2020
Number of Pages 96
Country বাংলাদেশ
Language বাংলা

রিভিউ

গল্পটা খুবি সাধারণ। ঢাকা থেকে বেড়াতে আসে গ্রামে। গ্রামে থাকে শত মামা- মামী। গল্পের শুরুটা বুড়ি কে নিয়ে। বুড়ির হাস হারিয়ে যায় সেটা খুজতে গিয়ে একশয়তান এর কবলে পড়ে তাকে রেপ করতে চায়… শেষে কি হয় পড়লেই জানতে পারবেন। ২য় কাহিনি নায়ক নায়কা কে নিয়ে। তারা গ্রামে এসে অবাক হয়ে যায়৷ মামা রা কেও আগের মত নেই। সবাই জেনো পরিবর্তন হয়ে গেছে। যতই গোল শত মামা। তারা পরিকল্পনা করে ২ জন কে মেরে সব সম্পত্তির নিজের নামে করে নিতে৷ শেষ পর্যন্ত কি তারা সফল হয় কি না সেটা জানতে পড়ে ফেলুন বইটি। বইটি গল্প খুব সাধারণ কিন্তু লেখা খুব ভাল। সাধারণ একটু গল্পকে লেখক সুন্দর করে তুলে ধরেছেন। এটাই লেখকের বিশেষত্ব। বইটির দাম হাতের নাগালে। আগে বই গুলোর দাম খুব বেশি রাখলেও এটা সিমিত। আর গল্প যতটুকু লেখা দরকার তাত তুক লেখেছে। অজধা টেনে বড় করেনি। তাহলে আর দেরি নয় আজই কিনে ফেলুন সাহদাত এর সর্ব শেষ পাবলিশ হওয়া বই মেঘেদের দিনে।

রাতে হঠাৎ করেই প্রচণ্ড গরম পড়েছে। চারপাশটা কেমন স্থির, নিস্পন্দন। কোথাও গাছের পাতা অব্দিও নড়ছে না। যেন প্রলয়ঙ্করী কোনাে ঝড়ের প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। মারুফ খানিকটা সরে এল তানিয়ার কাছে। তানিয়া প্রায় সঙ্গেসঙ্গেই বলল, আমার খুব ভয় করছে মারুফ। মারুফ অবাক গলায় বলল, ভয় করছে কেন ?

জানি না কিন্তু প্রচণ্ড ভয় করছে। আমি তােমাকে বােঝাতে পারব না। ধুর বােকা। এখানে ভয় কিসের ? তানিয়ার মুখ শুকিয়ে গেছে। সে শুকনা গলায় বলল, আমি জানি না। কিন্তু টের পাচ্ছি, কোনাে একটা ভয়াবহ বিপদ ঘটতে যাচ্ছে। কিসের বিপদ ? আমি জানি না। কিন্তু সত্যি বলছি ভয়াবহ কোনাে বিপদ। মারুফের আচমকা মনে হলাে তানিয়া যা বলছে তা সত্য। তানিয়ার ভয়টাকে আর অমূলক বা হেসে উড়িয়ে দেওয়ার মতাে কোনাে বিষয় মনে হচ্ছে না তার।

বরং মনে হচ্ছে অমােঘ কোনাে সত্য। সে ঘাড় ঘুরিয়ে চারপাশে তাকালাে। মাথার ওপর অশরীরী উপস্থিতির মতাে দুটো আমগাছের ডাল কেমন ছড়িয়ে আছে। একটা বাদুর বা অন কোনাে নিশাচর পাখির ডানা ঝাপটানাের শব্দে আচমকা কেঁপে উঠল চারপাশ। ভেঙে খানখান হয়ে গেল রাতের নৈঃশব্দ্য।

সেই শব্দে কেঁপে উঠল তানিয়াও। সে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল মারুফকে। তারপর মারুফের কানের কাছে মুখ নিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, আমি আর এখানে থাকব না মারুফ। এক মুহূর্তও না।

সাদাত হোসাইন মেঘেদের দিন pdf links

মেঘেদের দিন
সাদাত হোসাইন
উপন্যাসটির মাধ্যমে ত্রকজন পাঠ্যক যে কোনোদিন হাওর দেখেনি বা হাওরের জীবনযাপন কেমন তাযানেনি তাদের জন্য ত্রই উপন্যাসটি হবে ত্রকটি অন্যধরনের অভিজ্ঞতা।

উপন্যাসে লেখক হাওররে প্রকৃতিক সৌন্দর্যে বর্ণনা যেমন দিয়েছেন তেমনি হাওরের অন্ধকার দিকটি তুলে দরেছেন যেখানে মানুষ নিজ সাত্বে জন্য আপনযনের প্রতি কতটুক নিষ্ঠুর হতে পারে । ত্রই উপন্যাসে যেমন অপরাধ অমানভিকতা কথা রয়েছে তেমনি ভালোবাসা ও মানবিকতা দিকটিরয়েছে ।

Megheder Din pdf Sadat Hossain ডাউনলোড করুন- মেঘেদের দিন pdf –  View or Read This Full Book

Book: Megheder Din Download PDF ]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *