Technology - টেক গাইডOthers

এক্সেল:মাসিক খরচের হিসাব এর জন্য এক্সেল ফর্মুলা

মাইক্রোসফট এক্সেল

pic এক্সেল এর সাহায্যে মাসিক খরচের হিসাব তৈরি
pic এক্সেল এর সাহায্যে মাসিক খরচের হিসাব তৈরি

এক্সেলে ভিন্ন ভিন্ন শিরোনামের হিসাবের যোগফল এক জায়গায় পেতে/একই নামের হিসাবগুলোর যোগফল এক জায়গায় পেতে/কোন খাতে কত টাকা খরচ হয়েছে তা এক জায়গায় পেতে/এক্সেলে মাসিক খরচ হিসাব করার জন্য গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা হলো SUMPRODUCT.

এটি মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা।এই ফর্মুলা সাহায্যে  অল্প সময়ে কম পরিশ্রম করে কাঙ্খিত ফলাফল নির্ণয় করাযায়।মাইক্রোসফট এক্সেল এর সাহায্যে ব্যবসায় প্রতিষ্ঠানের মাসিক খরচের ক্ষেত্রে কোন খাতে কত টাকা খরচ হয়েছে তা এই ফর্মুলা সাহায্যে খুব সহজেই নির্ণয় করা যায়।যেমন ধরে নেয়া যাক,একটি প্রতিষ্ঠানের এক মাসের খরচের হিসাব আপনি লিপিবদ্ধ করেছেন।খরচ সমুহের ভিতরে একটি খরচ হচ্ছে যাতায়াত খরচ যা ধরা যাক ৫,১০,১২,১৬,১৮,৩০তারিখে অন্যান্য খরচের সাথে তারিখ অনুযায়ী যোগফল পাওয়ার জন্য পর্যায়ক্রমে লিখে ফেলেছেন।এখন মাস শেষে শুধু যাতায়াত খরচ বাবদ কত টাকা খরচ হয়েছে তা নির্ণয় করার জন্য এক্সেল এর এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবেন।

ফর্মুলা :

=SUMPRODUCT((columns)* (headers=heading))

যে সেলটিতে আপনি আপনার কাঙ্খিত ফলাফল টি পেতে চান সেই সেলে উপরের মত ফর্মুলাটি প্রয়োগ করবেন।

এখানে,

  • Columns: শিরোনামের অধীনের সবগুলো এমাউন্ট একসাথে সিলেক্ট করবেন(শিরোনাম ছাড়)।  
  • Headers:যে লিস্টের আলাদা আলাদা সেলগুলোতে এলোমেলোভাবে আপনার কাঙ্খিত শিরোনামটি রয়েছে সেই লিস্ট টি বা সেল গুলো একসাথে সিলেক্ট করুন।
  • Heading:আপনার কাঙ্খিত শিরোনামটি সিলেক্ট করুন।
pic মাসিক হিসাবের এক্সেল
pic মাসিক হিসাবের এক্সেল

সামপ্রোডায়াক্ট ফর্মুলাটি সম্পর্কে  আমরা উপরের ছবি থেকে ধারণা নিতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *