ফিলোসফি বয়স কত pdf (Download)
ফিলোসফি বয়স কত বইটি এক কথায় অসাধারণ । সুলেখক আব্দুল্লা আল- মামুন । আসা করি সামনে ভালো কিছু আসবে । বই টির অপেক্ষায় আছি, পেইজ বুকে বইয়ের পৃষ্ঠা পড়ে বইটির প্রেমে পড়ে গেলাম।
Book info
book | ফিলোসফির বয়স কত? |
Author | আবদুল্লাহ আল মামুন (কাইকর) |
Publisher | নয়া উদ্যোগ |
format | |
Edition | ৩য় মুদ্রাণ, মার্চ ২০২৩ |
Number of Pages | 128 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
philosophyr boyos koto review
পাঠকদের মনে প্রশ্ন জাগতে শুরু করে । এই নাম কেন! ফিলোসফির কোন বয়সের কথা উল্লেখ করা হয়েছে!
খিষ্টপূর্ব ষষ্ঠ অব্দের দিকে ফিলোসফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন গ্রিক চিন্তাবিদ ও গণিতবিদ পিথাগোরাস। তখন থেকে এখন এই বয়সের কথাও না। তাহলে কি? বিখ্যাত-বিখ্যাত মানুষদের ফিলোসফি নিয়ে নানারকম মতামত আছে। আমার দৃষ্টিকোণ থেকে ফিলোসফি অর্থ-যে কোনো বিষয় পা পরে কী হতে পারে তা নিয়ে বিশ্লেষণ করা।
প্রত্যেকটা মানুষের ভেতরে থাকা ফিলোসফি অস্বিকার করার কারণ নাই।
আমাদের চাহিদা, স্বপ্ন, দেখার চোখ, শখ, ভালোবাসা, প্রেম বা বলতে পারি পৃথিবীতে যা বিরাজ করে তা নিয়ে সবারই কমবেশি মতামত থাকে । এই কথা থেকে স্পষ্ট যে_ আমরা যতটুকুন দেখাতে, দেখতে, বুঝতে ও জানতে পারি তার সমষ্টিই ফিলোসফির বয়স!
আরো স্পষ্ট করে বললে ড় ফিলোসফির নির্দিষ্ট কোনো বয়স নাই। আমাদের যতটুকু চিন্তা, চেতনা, ভাবনা ততোটুকুই ফিলোসফির বয়স।
ও গভীরতার কারণে পরিসংখ্যান বা ভৌত পরীক্ষার মাধ্যমে সেগুলোকে সমাধান করা সম্ভব নয়। তাই যুক্তির হাতিয়ার .
বইটির সেরা কিছু উক্তি-
তুমি চলে যে গেছো, পুরোটা কি যেতে পেরেছো ভেতর থেকে?
এমন একটা বিকেলবেলা। তুমি থাকবে না জানলে, হেঁটে হেঁটে যাচ্ছি কোথাও। বহুদূর পথ।— কাইকর
জন্মেছি — জন্মাতে হয়েছে তাই। নাহলে মা-বাবা রাগ করতো।
কথা বলি — কথা বলতে হয় তাই। না হলে কাছে-পিঠের মানুষসহ নিজ মন কষ্ট পেত। মা তো কেঁদেই দিতো।
পড়াশোনা করি — পড়াশোনা করতে হয় তাই। না হলে তো সমাজ, দেশ, পৃথিবীসহ সবাই আমায় কবেই নষ্ট বলতো।
বড় হয়েছি — বড় হতে হয় তাই। নাহলে তো লোকে আমায় বামুন বলতো।
বিয়ে করেছি — বিয়ে করতে হয় তাই। নাহলে তো লোকে আমায় নামধারী ওটা বলতো।
জন্ম থেকে শুরু করে সবকিছুই অন্যের জন্য। কেবল ক্ষুদা নিজের জন্য। ক্ষুদা না লাগলে আমি তো কবে মরেই যেতাম।
— আব্দুল্লাহ আল মামুন ( কাইকর)
ফিলোসফি বয়স কত pdf বইটির লিংক- click here